খাগড়াছড়িতে ১৫ আগস্ট উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গণপিটুনিতে আহত হয়েছে। গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামে এক ছাত্রলীগের কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিঙ্গিনালা এলাকায় ২০ থেকে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পালটা হামলা চালায়। এতে ৪ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রিপল বাপ্পি জানান, হাসপাতালে চারজন চিকিৎসার জন্য আসলে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
এদিকে নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কয়েকটি স্থানে পোস্টার লাগানো হয়। ১৪ আগস্ট রাতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটির প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের পাশে থাকা বিভিন্ন মাইলফলকে এ পোস্টার লাগানো হয়। ঝালকাঠি জেলা ছাত্রলীগের উদ্যোগে এ পোস্টার লাগানো হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর এ মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাই রাতের আঁধারে চোরা গুপ্তভাবে পোস্টারিং করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।
ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঝালকাঠি-নলছিটিসহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।