নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “দিনকে রাত ও রাতকে দিন করা ছাড়া নির্বাচন কমিশন সব কিছু করতে পারে।”
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন করা ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান’ শীর্ষক বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মজুমদার বলেন, নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা রয়েছে এবং এটি ব্যবহার করে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে ফলাফল জানানো উচিত, যাতে দায়িত্ব স্বীকার করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সহজ হয়।
তিনি এনিয়মের মাধ্যমে বলেন, সরকার, রাজনৈতিক দল বা প্রশাসন যদি নির্বাচন প্রভাবিত করে, কমিশন চাইলে তা দেশের জনগণকে জানাতে পারবে। এতে সবার ওপর চাপ সৃষ্টি হবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।
ড. মজুমদার ‘আমার ভোট আমি দেব’ স্লোগান প্রসঙ্গে বলেন, নতুন স্লোগান হতে পারে— “আমার ভোট আমি দেব, জেনে শুনে সৎ ও যোগ্য ব্যক্তিকে দেব।”
ডিবেট প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির বিতার্কিকগণ ১ নম্বর ব্যবধানে বিজয়ী হন। পরাজিত হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা। বিতর্কে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ ও সাংবাদিকরা—সাইদুর রহমান, জাকির হোসেন লিটন এবং মো. হুমায়ুন কবীর।