জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান না বলে মন্তব্য করেছেন দলটি থেকে অব্যাহতি পাওয়া নেতা মুজিবুল হক চুন্নু। শনিবার (১৬ আগস্ট) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
তিনি বলেন, জাতীয় পার্টির গুলশানের অফিস অবৈধভাবে ব্যবহার করছেন জিএম কাদের। দ্রুতই এ বিষয়ে নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া, গ্রহনযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব না উল্লেখ করে যত দ্রুত সম্ভব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন অব্যাহতি পাওয়া ও দলছুট নেতাদের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। নিজেদের জাতীয় পার্টির মূল ধারা উল্লেখ করে তিনি আরও বলেন, লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করার ইচ্ছা রয়েছে।