সিরিয়ায় সামরিক প্রভাব আরও দৃঢ় করলো তুরস্ক। নতুন চুক্তির আওতায় আঙ্কারা আহমদ আল শারার শাসনকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেছে। এর মধ্য দিয়ে তুরস্ক সরাসরি সিরিয়ার ভেতরে শক্তি প্রদর্শনের মঞ্চে নেমে পড়েছে।
তুরস্ক দাবি করছে, তাদের মূল উদ্দেশ্য সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আঙ্কারা সীমান্ত অঞ্চলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত প্রভাব আরও সুদৃঢ় করছে। ফলে সিরিয়া শুধু প্রতিরক্ষার দিক থেকেই নয়, দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও সামরিকভাবে তুরস্কের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এতে দামেস্ক ভবিষ্যতে অন্যান্য শক্তিধর রাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে আরও কৌশলী অবস্থান নিতে পারবে।
এ চুক্তি রাশিয়া ও অন্যান্য বৈশ্বিক শক্তির জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে এই নতুন পদক্ষেপ শক্তির ভারসাম্য পাল্টে দেবে। সব মিলিয়ে, তুরস্ক কেবল টিকে থাকছে না—বরং নিজের অবস্থান আরও প্রসারিত করছে।