বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবার বিস্তারে বড় পদক্ষেপ নিয়েছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে তাদের প্রথম গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে। এর মাধ্যমে দেশের ভেতরে দ্রুত ও নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তুতি আরও জোরদার হলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু গাজীপুরেই নয়, শিগগিরই চট্টগ্রামের বেতবুনিয়ায় আরেকটি গ্রাউন্ড স্টেশন চালু করা হবে। এতে সারাদেশে স্টারলিংকের নেটওয়ার্ক কাভারেজ ও ব্যান্ডউইথ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের এই উদ্যোগ বাংলাদেশে ডিজিটাল কানেক্টিভিটি ও হাইটেক ইকোনমির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিশেষ করে দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছানো আরও সহজ হবে।