রাজনৈতিক টকশোতে একের পর এক জোরালো পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন এস এম ফরহাদ। সমালোচকদের ভাষায় তিনি এখন টেলিভিশন বিতর্কের মঞ্চে এক “চ্যালেঞ্জ”। সম্প্রতি মেঘমল্লার সরাসরি বলেছিলেন— “ফরহাদ মানেই চ্যালেঞ্জ”।
একটি টকশোতে ‘টাচ করবিনা পলিটিক্স’ ধরনের বক্তব্য দিয়ে তিনি মেঘমল্লারকে কোণঠাসা করেছিলেন। আবার আজকের এখন টিভির অনুষ্ঠানে আবিদ হোসেনের সাজানো বয়ানকে ফরহাদ আখ্যা দেন “কবিতার মতো মিথ্যার আবৃত্তি”। যুক্তি, তথ্যভিত্তিক উপস্থাপন এবং সঠিক সময়ের সঠিক কাউন্টার দিয়েই তিনি প্রতিপক্ষকে ভেঙে দেন বলে মনে করছেন দর্শকরা। এ কারণেই তার নিরাপত্তা নিয়ে তার সংগঠনের গভীর কনসার্ন থাকা উচিত বলে মন্তব্য উঠছে।
অন্যদিকে, আলোচনায় রয়েছেন ডাকসুর ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। তাকে নিয়ে বিশ্লেষকদের মন্তব্য— তিনি মূলত আমীরে জামায়াতের তরুণ ভার্সন। সাদিক কায়েমের বক্তব্য সবসময়ই সাবলীল, মার্জিত এবং হেইটস্পিচমুক্ত। তার ভঙ্গি এমন যে তাকে দিয়ে বিশ্লেষণধর্মী টকশো হতে পারে, কিন্তু তর্কমূলক লড়াইয়ে তার পক্ষে বড় ফাইট দেওয়া কঠিন।
সব মিলিয়ে, টেলিভিশন রাজনীতির মঞ্চে ফরহাদ ও সাদিক কায়েম— দুই ভিন্ন ধাঁচের প্রতিভা—নিয়ে এখন তুমুল আলোচনায় রাজনৈতিক মহল।