আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আসামি থেকে রাজসাক্ষী হতে আবেদন করেছেন এসআই শেখ অবজালুল হক। বৃহস্পতিবার দুপুরে তিনি এ আবেদন জমা দেন।
এর আগে জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো এবং ৪ আগস্ট আরও একজনসহ মোট সাতজন হত্যার মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
গত ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে বিচার শুরু করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এই মামলার আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর আগে দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনি বর্তমানে কারাগারে আটক আছেন, আর বাকি দুজনকে পলাতক দেখিয়ে মামলার কার্যক্রম চলছে।