বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি পালিত হয়েছে। রাসুল (সা.) এর রোগমুক্তির এই দিনটি পালন উপলক্ষ্যে বুধবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এ দিকে পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বুধবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি ছুটি ছিল।