পাকিস্তানের সঙ্গে কোথাও কোনো খেলায় দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত। নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। তবে বহুজাতিক সিরিজ ও অলিম্পিক চার্টার মেনে চলার কথা জানিয়েছে। তাই এবারের এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে বাধা কেটে গেছে।
পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে না ভারত। এমনকি ভারতের মাটিতে খেলার অনুমতিও দেবে না। এতদিন যা ছিল মুখে মুখে এবার তা আনুষ্ঠানিক রুপ দিলো দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে দেশটি। যেখানে স্পষ্ট দু’প্রতিবেশির বৈরিতার চিত্র। শুধু ক্রিকেট নয়, সবধরনের খেলার জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক ক্রীড়া সিরিজের ক্ষেত্রে ভারত পাকিস্তান সফরে যাবে না। এমনকি পাকিস্তান দলকেও অনুমতি দেবে না ভারতে এসে খেলতে। তবে আমরা একাধিক দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টে খেলা বন্ধ করব না। আমরা অলিম্পিক চার্টার মেনে চলব।
তাই এশিয়া কাপে খেলার ক্ষেত্রে সব বাধা কেটে গেল।
ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা ভারতীয় দলকে এশিয়া কাপ খেলতে বাধা দেব না।
তবে ভারতে বা পাকিস্তানে কোনো বহুজাতিক টুর্নামেন্ট হলে কি হবে, সে প্রশ্নে পরিস্থিতি বিবেচনার কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় মুখপাত্র। তিনি আরও বলেন, সেক্ষেত্রে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। একাধিক দেশের অংশগ্রহনে টুর্নামেন্টে আমাদের অ্যাথলেটদের বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না।
ক্রিকেটে ২০১২ সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিলো দু’দেশ। আর ভারতের মাটিতে পাকিস্তান গিয়েছিল সবশেষ ২০২৩ বিশ্বকাপ খেলতে।