বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের মানুষ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে দেশপ্রেমিক ও সৎ মানুষকে ভোট দিতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ এবং পরে সরকারপাড়া গ্রামে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত দুটি পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সৎ মানুষরা সবসময় দেশের ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করে। তাদের কাছে দেশ নিরাপদ। যারা চাঁদাবাজি, জুলুম-নির্যাতন, অর্থপাচার ও প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না।” এ সময় তিনি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ভোটে নির্বাচিত হলে দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত একটি জনবান্ধব নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমার কোনো কর্মী দুর্নীতি বা জুলুম করবে না।” তার দাবি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যা অপবাদ দেওয়া হলেও জনগণ এখন বুঝতে পারছে দলটি সৎ ও দেশপ্রেমিক।
দীর্ঘ ১১ বছর কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদী সরকার আমাকে মিথ্যা মামলায় ফাঁসির মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন। জুলাই-আগস্টের গণআন্দোলনে সেই স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে।” মুক্তির জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দোয়া চান যেন আজীবন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল থেকে জনগণের পাশে থাকতে পারেন।
বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী আব্দুল মাবুদের সভাপতিত্বে আয়োজিত সভাগুলোতে আরও বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমির শাহ মুহাম্মদ রোস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মেনহাজুল ইসলামসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।