একই দিনে দুটি পৃথক স্থানে বিধ্বস্ত হলো F/A-18 মডেলের যুদ্ধবিমান।
মার্কিন নৌবাহিনীর একটি F/A-18 সুপার হর্নেট ভার্জিনিয়ার উপকূলে বিধ্বস্ত হয়েছে। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ৮৩-এর অন্তর্ভুক্ত এই জেটের পাইলট দুর্ঘটনার আগে সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী।
অন্যদিকে, মালয়েশিয়ার কুয়ানতান এয়ারবেসে উড্ডয়নের সময় একটি F/A-18D হর্নেটে হঠাৎ আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়ে মাটিতে আছড়ে পড়ে। বিমানের দুই পাইলট দ্রুত ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ মাসে বিশ্বজুড়ে এ নিয়ে মোট ছয়বার দুর্ঘটনায় পড়ল F/A-18 মডেলের যুদ্ধবিমান, যা বিমানটির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।