ইসরায়েলের সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা সিটি ও তার আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দেওয়ার কথা জানিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা।
বিবিসি জানিয়েছে, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজার পরিস্থিকে তাদের স্কেলের সবচেয়ে গুরুতর স্তর ‘ফেজ ফাইভ’ ঘোষণা করেছে, যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সর্বোচ্চ পর্যায়।
শুক্রবার প্রকাশিত আইপিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি এবং আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ইতোমধ্যে ‘বিপর্যয়কর’ রূপ নিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে দেইর এল-বালাহ এবং খান ইউনিসেও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
আইপিসি বলছে, গাজার ৫ লাখের বেশি মানুষ বর্তমানে অনাহারে চরম দারিদ্র্য আর মৃত্যু ঝুঁকির মধ্যে বসবাস করছে।
বিবিসি লিখেছে, আইপিসি নিজে সরাসরি দুর্ভিক্ষ ঘোষণা করে না। তবে তাদের বিশ্লেষণ ও পর্যবেক্ষণ সংশ্লিষ্ট সরকার বা আন্তর্জাতিক সংস্থাগুলোকে সেরকম ঘোষণা দেওয়ার ভিত্তি তৈরি করে দেয়।
এর আগে গত মে মাসে আইপিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলের অবরোধে গাজার প্রায় ২১ লাখ ফিলিস্তিনি চরম খাদ্য সংকটে পড়েছে এবং দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ রয়েছে।
ওই ভূখণ্ডে ত্রাণ বিতরণে নিয়োজিত বিভিন্ন সংস্থা সেখানকার পরিস্থিতিকে বেশ কয়েক মাস ধরেই ‘দুর্ভিক্ষ’ বলে এলেও জাতিসংঘ সমর্থিত কোনো সংস্থা এই প্রথম গাজার পরিস্থিতিকে সরাসরি ‘দুর্ভিক্ষ’ হিসেবে বর্ণনা করল।