ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নে মসজিদের ইমামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এ হামলার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা ও নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার জড়িত।
হামলার শিকার ইমাম মাওলানা আল আমিন নবগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ আসনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে নবগ্রামের পরমহল তালুকদার বাড়ির মসজিদে তাপস তালুকদার তার সহযোগীদের নিয়ে ইমামের ওপর হামলা চালান। আত্মরক্ষার জন্য তিনি মসজিদের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলে হামলাকারীরা দরজা ভেঙে তাকে মারধর করে এবং দাড়ি টেনে ছিঁড়ে ফেলে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।