মেক্সিকোর সশস্ত্র মাদক গ্রুপগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই দেশটির ভেতরে মাদক কার্টেলগুলোকে টার্গেট করে প্রাণঘাতী হামলার জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
তিনটি সামরিক সূত্র জানিয়েছে, এ বছরের বসন্তে দেওয়া একটি টপ সিক্রেট আদেশ অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ আক্রমণ প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সামরিক সহযোগিতা দীর্ঘদিনের, সীমান্তের দক্ষিণে সরাসরি অভিযানকে অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে দেখা হয়। তবুও ট্রাম্প প্রশাসন প্রয়োজনে একতরফা পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা।
এই পরিকল্পনা নিয়ে জুলাই মাসে কলোরাডো স্প্রিংসে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় কমান্ডের সদরদপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর অল্প কিছুদিনের মধ্যেই মার্কিন জেনারেল গ্রেগরি এম. গুইলোট মেক্সিকোর সেনা ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ মেক্সিকো–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।