জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, তবে এসব নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। বরং তিনি কাজে মনোযোগ দিতে চান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
তাসনিম জারা লিখেছেন, “আমাকে নিয়ে বারবার মিথ্যা প্রচার করা হচ্ছে। আমি এসবের পেছনে সময় নষ্ট করতে চাই না। তবে সত্যটা না বললে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। তাই কিছু বিষয় পরিষ্কার করা জরুরি।”
তিনি জানান, সম্প্রতি নেপালে তিনি গিয়েছিলেন নেপাল সরকারের আমন্ত্রণে “নিরাপদ বাতাস (Clean Air)” বিষয়ক আলোচনায় বক্তব্য দিতে। সেখানে কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে তার দেখা বা বৈঠক হয়নি। অথচ ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায় যে তিনি নেপালে এক মার্কিন অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন। তাসনিম জারা এ তথ্যকে “সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক” বলে উল্লেখ করেন।
এর আগে কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বৈঠকের খবর ছড়ানো হয়েছিল, যা পরবর্তীতে সংশ্লিষ্ট গণমাধ্যমই মিথ্যা প্রমাণ করে দুঃখপ্রকাশ করে।
তাসনিম জারা আরও বলেন, ১১ আগস্ট মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাদের দলের একটি বৈঠক হয়েছিল। সেখানে দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ চারজন উপস্থিত ছিলেন। এটি ছিল নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ, যা প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশও করা হয়। কিন্তু বৈঠকের সময় গোয়েন্দাদের সরবরাহকৃত একটি ছবি ব্যবহার করে কিছু গণমাধ্যম তাকে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ায়।
তার অভিযোগ, আগস্ট মাসে অন্তত তিনবার গোয়েন্দা সংস্থার সূত্রে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে এবং আওয়ামী স্বার্থ-সংশ্লিষ্ট গণমাধ্যম এসব সংবাদ ছড়িয়েছে। উদ্দেশ্য হচ্ছে তাকে বিদেশি শক্তির এজেন্ট হিসেবে উপস্থাপন করা।
ডা. তাসনিম জারা বলেন, “এসব মিথ্যায় আমাকে দমানো যাবে না। আমি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো। শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে, মিথ্যা ভেঙে পড়বে।”