দেশের সব ইমাম ও মুসল্লিরা ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে বলে মন্তব্য করেছেন খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
তিনি বলেছেন, গত ১৬ বছর দেশের মসজিদের ইমামরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি। সব মসজিদের মিম্বরগুলো ফ্যাসিস্ট জালেম সরকারের দখলে ছিলো। সরকারের প্রেসক্রিপশনের বাইরে ইমামরা কোনো বক্তব্য দিতে পারেননি। সরকারের প্রেসক্রিপশনের বাইরে কোরআন-সুন্নাহর আলোকে বক্তব্য দিলেই চাকরি হারিয়েছেন। ইমাম ও আলেম ওলামাদের ওপর জুলুম নির্যাতন করার কারণে জালেম ফ্যাসিস্ট দেশ ছেড়ে ভারত পালিয়েছে।
শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ ইমাম উলামা পরিষদ আয়োজিত ‘ফ্যাসিবাদ মুক্ত নতুন রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুফতি ফখরুল আরও বলেন, সকল মসজিদের ইমাম সাহেবরা সক্রিয় হলে ভোট ডাকাতি থেকে শুরু করে সকল প্রকার চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, দুর্নীতি বন্ধ হয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্টের দোসররা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবেনা। ফ্যাসিস্ট মুক্ত দেশ গঠনে ইমামদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ইমাম উলামা পরিষদের আমির শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমীর সভাপতিত্বে ও পরিষদের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, শাইখুল হাদীস আল্লামা হেদায়েত কবীর কাসেমী, মুহাম্মদ নওয়াব আলী ভুঁইয়া, ড. মাওলানা মাসুদুর রহমান, খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুহাম্মদ আজম খান, মুফতি এনায়েতুল্লাহ হাফেজ্জী, মাওলানা খন্দকার মাহবুবুল হক প্রমুখ।