বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক রবিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করতে পারে, আর ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথমে একান্ত বৈঠক, এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।