১৯৯৫ সালের ২২ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্রশিবির কর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ৫০ জনের বেশি শিবির কর্মী গুরুতর আহত হন।
হামলার মধ্যে ছাত্রদলের সশস্ত্র সদস্যরা কুপিয়ে ৩ জন শিবির নেতার হাত বিচ্ছিন্ন করে দেয়। আহতরা হলেন—
তৎকালীন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা সভাপতি মোঃ আবুল কাশেম,
তৎকালীন নবাব আব্দুল লতিফ হল শাখা সভাপতি আশফাকুর রহমান বিপু,
তৎকালীন সৈয়দ আমীর আলী হল শাখা সভাপতি নজরুল ইসলাম।
এই ঘটনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্ররাজনীতির অন্যতম ভয়াবহ সহিংসতা হিসেবে উল্লেখ করা হয়। এখনও এটি নৃশংস রাজনৈতিক সহিংসতার দৃষ্টান্ত হিসেবে আলোচিত।
