চলতি বছরে দাবানলে ইউরোপে পুড়ে গেছে ১০ লাখ হেক্টরেরও বেশি জমি। এতে ২০২৫ সাল ইউরোপের ইতিহাসে দাবানলের সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে রেকর্ড গড়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বাভাবিক বছরের তুলনায় এবার দাবানল চারগুণ বেশি ভূমি জ্বালিয়ে দিয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে গ্রাম খালি করে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কৃষকেরা অগ্নিনির্বাপণে নেমেছেন, ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে, বনভূমি ধ্বংস হয়েছে এবং শহরগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম (ইফিস) জানিয়েছে, এ বছর দাবানলে ১০ লাখ ১৫ হাজার ২৪ হেক্টর জমি আগুনে পুড়েছে। যা ২০১৭ সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ওই বছরে দাবানলে ৯ লাখ ৮৮ হাজার ৫৪৪ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই দাবানলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে—যা এক কোটি মানুষের দেশ পর্তুগালের বার্ষিক কার্বন নিঃসরণের সমান।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে চলতি মাসে দক্ষিণ ইউরোপের বিশাল অঞ্চলজুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা আগুনের বিস্তারকে আরও ত্বরান্বিত করেছে।
তাৎক্ষণিক হতাহতের পাশাপাশি বিজ্ঞানীরা বলছেন, দাবানলের প্রকৃত প্রাণহানি নীরবে ঘটে। ঘন ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, ফুসফুস ও রক্তজনিত জটিলতায় বহু মানুষ মারা যান। ব্রিটিশ সাময়িকী ল্যানসেট-এর এক গবেষণা অনুযায়ী, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ইউরোপে দাবানলের কারণে প্রতি বছর গড়ে ১ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।