অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, মূল অধিবেশনে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করবেন।
তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খোঁজা হচ্ছে। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকরা।
অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। গত রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প সফর করেছিলেন প্রধান উপদেষ্টা। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন, রোহিঙ্গারা যেন আগামী ঈদে নিজ দেশে উৎসব পালন করতে পারে। সেই লক্ষ্যেই রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে আনতে ধারাবাহিক তিনটি সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়।
সূত্র জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন হবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহায় আরও একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করবে সরকার।
স্টেকহোল্ডারদের নিয়ে এই সংলাপ আয়োজন করছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া এ সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত।