বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশা প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে, নষ্ট করেছে। মানুষের মন মানসিকতা সব কিছু পরিবর্তন হয়ে গেছে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বর্ষীয়ান রাজনীতিক কাজী জাফর আহমেদের ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এই সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, কোনদিন ব্রাজিলকে হতাশ হইনি। সব সময় সবাইকে সাহস দিয়েছে। ইদানিং মাঝে মাঝে তাকাই দেখি। দেশের বেশির ভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি,দুর্নীতি, কোনো অফিস আদালত যেতে পারবেন না। আগেই বলেছি,আগে ঘুষ দেয়া লাগতো এক লাখ, এখন পাঁচ লাখ দিতে হয়।
দুর্ভাগ্যজনক ভাবে, কিছু রাজনৈতিক দল,মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য। নির্বাচন কে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলেছে। এমন দাবি তুলছে, যার সাথে মানুষ পরিচিত নয়।সংস্কার শব্দটার সাথেই তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না। সংখানুপতিক বা পিআর পদ্ধতি বুঝবে না। এটা বুঝতে সময় লাগবে। তবে এটা খুবই কঠিন।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষে সত্যিই ক্ষমতায় আসুক। তারা চায় না।
বিএনপির এই নেতা বলেন,দশ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যা গুলি হতো না।
পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো হুমকি দিচ্ছে, কথা বলছেন। অত্যন্ত জোর করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, যারা ৭১ এ আমাদের মুক্তিযুদ্ধে যারা অপকর্ম করেছে। তারাই আজকে বড় বড় কথা বলছে। অনেক বেশি সজাগ থাকতে হবে। আমরা যদি মনে করি জিতে গেছি, তাহলে বিরাট ভুল হবে।