পদোন্নতি পেয়ে বিভিন্ন ক্যাডারের ২৬৮ কর্মকর্তা উপসচিব পদে উন্নীত হয়েছেন। বৃহস্পতিবার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
এছাড়া, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে ভিন্নধর্মী বা বিরূপ তথ্য পাওয়া গেলে এ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে (email: [email protected]) জমা দিতে পারবেন।
জনস্বার্থে জারিকৃত এ পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।