চীন আগামী ৩ সেপ্টেম্বর তিয়ানআনমেন উদ্বোধনী প্যারেডে প্রথমবারের মতো প্রদর্শন করতে যাচ্ছে তাদের তৈরি তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ (HPM) অস্ত্র।
প্রযুক্তিগতভাবে উন্নত এই সিস্টেমগুলো মাইক্রোওয়েভ পালস নিক্ষেপের মাধ্যমে শত্রুপক্ষের ড্রোনের ইলেকট্রনিক্স অচল করে দিতে সক্ষম। এর ফলে কয়েকশ মিটার দূরে অবস্থানরত ড্রোনের ঝাঁক মুহূর্তেই অক্ষম হয়ে পড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব অস্ত্র মূলত স্বল্প মূল্যের ড্রোনের ঝাঁক থেকে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
চীনের এই পদক্ষেপকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন এক কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।