নির্বাচন কমিশন সচিব কর্তৃক ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ যে রোডম্যাপ ঘোষণা দেয়া হয়েছে তা কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে।
এর আগেই জাতীয় ঐক্যমত্যের আলোকে জুলাই সনদ ঘোষণা এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তার আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সবার। নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার জরুরি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এখনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই রয়েছে। সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।