গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। মাথায় আঘাতের পাশাপাশি তার নাকের হাড় ভেঙে গেছে। নুরের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত এবং নাকের হাড় ভাঙার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তবে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। এখনই বলা যাচ্ছে না তিনি আশঙ্কামুক্ত কিনা— অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এ সংঘর্ষ বাধে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।