জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সঠিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।” তিনি উল্লেখ করেন, এমন একটি দেশ প্রয়োজন যেখানে প্রতিটি মানুষের ভোটের গুরুত্ব থাকবে।
শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া কেন্দ্রে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের আরও বলেন, জাতীয় পর্যায়ে আমি এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। কারণ মূল ভিত্তি শক্ত না হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা থেকেই যায়।
তিনি সকল ইসলামী দল ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার আহ্বান জানিয়ে বলেন, সময় যতই অতিক্রম করছে, জামায়াতের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতার ভারসাম্য প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
বারৈয়া গ্রামের মাওলানা বাহালুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মো. শাহজাহান এবং চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আক্তারুজ্জামান, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, বর্তমান সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিল্লা মহানগর অফিস সেক্রেটারি প্রফেসর জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।