গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান ও মো. শামসুর রহমান।
বক্তারা নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার জন্যই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মৎস্যভবন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।