গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নুরকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য আহতদের ক্ষেত্রেও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে, প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও নেওয়া হবে।
হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এ তদন্ত পরিচালিত হবে। কমিটির আকার ও কাঠামো পরে জানানো হবে।
আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্টকে সরকারের দুর্বলতা হিসেবে দেখার বিষয়ে তিনি বলেন, বিষয়টি সরকারের দুর্বলতা নয়। আসিফ নজরুল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে থেকেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নুরের সঙ্গেও তিনি একসঙ্গে আন্দোলন করেছেন। ব্যক্তিগত সম্পর্ক ও অবস্থান থেকে তিনি এমন প্রতিক্রিয়া জানাতে পারেন।
হামলার উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার অভিযোগে তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি সব দিক যাচাই-বাছাই করবে।
সাদা পোশাকে হামলাকারী ব্যক্তির বিষয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান, প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন পুলিশ কনস্টেবল এবং ডিউটিরত অবস্থায় ছিলেন। বিস্তারিত তথ্য ডিএমপি থেকে পাওয়া যাবে।