গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এক প্রতিনিধি দল।
চিকিৎসকদের কাছ থেকে নুরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ডা. এসএম খালিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।







