ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের হুথি-সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী মুজাহিদ আহমদ গালেব আল-রাহাবি নিহত হয়েছেন। রাশিয়া ও ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত বৃহস্পতিবার চালানো এই হামলায় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী নিহত হন। এছাড়া, আরও কয়েকজন মন্ত্রী মাঝারি থেকে গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে নিহত ও আহত মন্ত্রীদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এই ঘটনাকে ঘিরে ইয়েমেনজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এ হামলা শুধু হুথি নেতৃত্বকেই নয়, গোটা অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।