নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “ঘটনাটি যখন ঘটেছে, আমি টিভির লাইভে দেখছিলাম। কখনো কল্পনাও করিনি—হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কীভাবে বলব ভাষা খুঁজে পাচ্ছি না।”
মারিয়া নুর আরও বলেন, “গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এত নৃশংস হামলা হয়নি। ডাকসু নির্বাচনের সময় ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছিল, কিন্তু বর্তমান মুক্ত প্রশাসনের সময়েও এভাবে হামলা হবে—তা কল্পনাই করিনি।”
তিনি জানান, নুর গুরুতরভাবে আহত হয়েছেন। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, “ওর মাথা, নাক, চোয়াল ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা অবজারভেশনে রাখতে হবে। তারপরই প্রকৃত অবস্থা জানা যাবে। ৭২ ঘণ্টা না পেরোলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে সবার কাছে ওর জন্য দোয়া চাইছি। পাশাপাশি ওর উন্নত চিকিৎসার জন্য যেন দ্রুত দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করা হয়।”