জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, গত নির্বাচনে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ও শামীম হায়দার পাটোয়ারীর পোস্টারেই স্পষ্টভাবে লেখা ছিল যে তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এতে প্রমাণিত হয়, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই।
রোববার রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আদীব অভিযোগ করে বলেন, বিগত তিনটি অবৈধ নির্বাচনে জাতীয় পার্টি সরাসরি ফ্যাসিস্ট সরকারের সহযোগী হয়ে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনকে বৈধতা দিয়েছে। যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে স্থগিত, তাই জাতীয় পার্টিকে মাঠে নামিয়ে সরকার নিষিদ্ধ সংগঠনের মতো অবস্থান নিয়েছে। তিনি সরকারের কাছে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমও স্থগিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পরও শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। সম্প্রতি দাবিতে নামা শহীদ পরিবারের ওপর পুলিশ লাঠিচার্জ করে তাদের আহত করেছে। এ কারণে দ্রুত পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসী ইস্যুতেও এনসিপি নেতা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া অনেক বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও এখনো ২৫ জন আইনি জটিলতায় রয়েছেন।
এছাড়া তিনি উল্লেখ করেন, সরকারের করা গুম কমিশনের প্রতিবেদনে গত ১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ও গুমে রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সে বিষয়ে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নারী আসনে সরাসরি ভোট, তরুণ ভোটারদের বয়সসীমা শিথিল করা এবং আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের আহ্বান জানান এনসিপির এই নেতা।