ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আবু উবাইদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছেন। ইসরায়েলি হামলায় তার স্ত্রী, সন্তানসহ অন্তত ৪০ জন আত্মীয়ও নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
মুক্তিকামী বিশ্বে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা আবু উবাইদার শাহাদাতের খবর ছড়িয়ে পড়তেই আরব বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।


মিশরীয় এমপি মুস্তাফা বাকরি বলেছেন:
> “অনন্ত জান্নাতে পৌঁছাও, হে আবু উবাইদা! তুমি বীরের মতো বেঁচে ছিলে এবং আমাদের কাছে বীর হিসেবেই স্মরণীয় হয়ে রইলে। তোমার পবিত্র রক্ত অপরাধী ইহুদিবাদীদের দখলকৃত ভূমিতে আগুন ধরিয়ে দেবে।”

আবু উবাইদা তার শেষ বার্তাগুলোর একটিতে বলেছিলেন:
> “একজন নেতার স্থলাভিষিক্ত হয় দশজন, একজন সৈনিকের স্থলাভিষিক্ত হয় হাজার হাজার রেসিস্ট্যান্স যোদ্ধা। এই ভূমি যেমন জলপাই ফলায়, তেমনি প্রতিরোধ যোদ্ধাও ফলায়। কারণ আমরা এই মাটিকে পেয়েছি নবীগণ, ন্যায়বান এবং যোদ্ধাদের থেকে—যারা রক্ত উৎসর্গ করেছিলেন।”
বিশ্লেষকরা বলছেন, আবু উবাইদার শাহাদাত প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করবে না, বরং আরও দৃঢ় ও ব্যাপক করবে। তার নাম ইতিহাসের পাতায় প্রতিরোধের প্রতীক হয়ে অমর থাকবে।