প্রথমবারের মতো মার্কিন মেরিন কোরের টাইফন স্ট্র্যাটেজিক মিড-রেঞ্জ ফায়ারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জাপানের ইওয়াকুনিতে মোতায়েন করা হচ্ছে। আধুনিক এই ভ্রাম্যমান সিস্টেম থেকে ১,৫০০ কিলোমিটার পাল্লার টমাহক ক্রুজ মিসাইল এবং ৩২০ কিলোমিটারের বেশি পাল্লার এসএম-৬ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। এটি স্থল, সমুদ্র ও আকাশ—তিন ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।
এই গুরুত্বপূর্ণ মোতায়েনের সময়ই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র–জাপানের যৌথ সামরিক মহড়া ‘রেজলুট ড্রাগন ২০২৫’ (১১–২৫ সেপ্টেম্বর)। মহড়ায় অংশ নিচ্ছে জাপানের প্রায় ১২,০০০ সেনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ২,০০০ সেনা।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের যৌথ মহড়া ও ক্ষেপণাস্ত্র মোতায়েন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও জাপানের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করবে এবং চীন–উত্তর কোরিয়ার সামরিক তৎপরতার বিরুদ্ধে একটি কৌশলগত বার্তা বহন করবে।