মানুষের কষ্ট লাঘব ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানুষের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য এবং জামায়াত সেই লক্ষ্যে সবসময় অটল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির। উপস্থিত ছিলেন ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান, ডা. শরিফুল ইসলাম, ডা. মিনহাজ উদ্দিন প্রমুখ।
সেলিম উদ্দিন আরও বলেন, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল। ক্যান্সার হাসপাতালে এই অনুদান তারই ধারাবাহিকতা। তিনি ইনসাফপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।