পাকিস্তানি ভূখণ্ড ও আজাদ কাশ্মিরে মিসাইল আক্রমণ চালিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে, হামলায় তাদের তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এসব হামলা চালানো হয়।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আলজাজিরার খবরে প্রকাশ, ভারতের সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মির ও আজাদ কাশ্মিরের নয়টি জায়গায় এসব হামলা চালানো হয়। তাদের দাবি, যেসব স্থান থেকে ভারতে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায় সেসব স্থানে মিসাইল ছোড়া হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু নয়।
অপরদিকে, পাকিস্তান বলছে, তাদের তিনটি স্থানে আক্রমণ চালিয়েছে ভারত। তারাও এর পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, সেইসব স্থাপনায় হামলা করা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা ও নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে, পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের তিনটি ভিন্ন শহরে মিসাইল ছুড়েছে ভারত।
তিনি বলেন, ভারত ভূখণ্ড থেকে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি।
পাল্টা আক্রমণে পাকিস্তান, ভারতের ৩ বিমান ভূপাতিত
ভারতের মিসাইল আক্রমণের পাল্টা হিসেবে আক্রমণ শুরু করেছে পাকিস্তানও। দেশটি জানিয়েছে, তারা ভারতের বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ধ্বংস করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের হেডকোয়ার্টারও।
মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে ভারত প্রথমে পাকিস্তানি ভূখণ্ড ও আজাদ কাশ্মিরে মিসাইল আক্রমণ চালায়। এ হামলায় পাকিস্তানের তিনজন বেসামরিক লোক নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।
ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর ফলশ্রুতিতে আজকের এই পাল্টাপাল্টি আক্রমণ চলছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের কথা উল্লেখ করে দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে। এছাড়া পাকিস্তানি বাহিনীর মিসাইল আক্রমণ লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর ধুনদিয়াল সেক্টরের একটি পোস্ট ধ্বংস করে দিয়েছে।
এদিকে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে। শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’
ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।