এক নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা দেখিয়ে অপপ্রচারের অভিযোগে বিএনপিপন্থী ছাত্রদলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিজেদের কলঙ্ক ঢাকতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করছে।
শিবির নেতারা অভিযোগ করেন, অতীতে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং, শ্লীলতাহানি ও ধর্ষণের মতো অপরাধে ছাত্রদলের নেতারা জড়িত ছিলেন। অথচ এখন উল্টো শিবিরকে অভিযুক্ত করা হচ্ছে, যা মিথ্যাচারের শামিল।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্ত শিক্ষার্থী শিবিরের সঙ্গে যুক্ত নয়। বরং তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিবির লিখিত অভিযোগ দিয়েছে।
শিবির নেতারা বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে সংগঠনটি কখনো আপস করে না। এ সময় তারা ছাত্রদলকে হুঁশিয়ার করে বলেন, মিথ্যা প্রচারণা বন্ধ না করলে শিক্ষার্থীরাই সত্য প্রকাশ করবে।