ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ভালে সিংহ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত ১০ মে পাকিস্তান বিমান বাহিনী ভারতের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানোর সময় তাঁর দায়িত্বে থাকা এস-৪০০ ক্ষেপণাস্ত্র লঞ্চার হঠাৎ বিকল হয়ে পড়ে।
সিংহ জানান, লঞ্চ ইন-চার্জ হিসেবে তিনি ও তাঁর দল দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সিস্টেমটি পুনরায় সচল করতে সক্ষম হন। পুনরায় চালু হওয়ার পর লঞ্চার থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি পাকিস্তানের ছোড়া একটি এয়ার-লঞ্চড মিসাইলকে সফলভাবে ভূপাতিত করে।
ঘটনার পরপরই পাকিস্তানের সম্ভাব্য পাল্টা আক্রমণ এড়াতে সংশ্লিষ্ট এস-৪০০ লঞ্চারটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দেখিয়েছে—আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এস-৪০০–তাও হামলার চাপে প্রযুক্তিগত সমস্যায় পড়তে পারে। তবে ভারতের দ্রুত পদক্ষেপ বড় ক্ষতি এড়িয়েছে।