পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো নতুন আইন প্রণয়ন করে সমকামিতা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে। আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
সরকার জানিয়েছে, দেশের সামাজিক মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার স্বার্থে এই আইন কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো অবশ্য এ সিদ্ধান্তের সমালোচনা করে বলছে, এটি ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী।
আফ্রিকার বিভিন্ন দেশে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন থাকলেও বুরকিনা ফাসোতে এবারই প্রথম সরাসরি কারাদণ্ডের বিধান প্রণয়ন করা হলো।