ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা অভিযোগ করেছেন, তিনিও শিবিরের বট আইডির বুলিংয়ের শিকার হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে জুমা লিখেন, শিবিরের বট আইডির আক্রমণ তিনি কম সহ্য করেননি। তাঁর ভাষায়, “মোটামুটি সবার রুট লেভেলই সেইম, বাম বাদে। এদিকে কোনো দলের নেত্রীকে অবমাননাকর মন্তব্য করলে প্রতিবাদ হয় না, কিন্তু সমর্থন দেওয়া-না-দেওয়া নিয়ে নেত্রী বানিয়ে ফাঁসি চাওয়াটা স্বাভাবিক হয়ে গেছে।”
তিনি আরও উল্লেখ করেন, স্লাটশেমিংয়ের বিষয়ে আগেও এক শিবির নেতার সঙ্গে কথা বলেছিলেন, তবে তাঁর দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। একইভাবে, অন্য দলের নেতার প্রতিক্রিয়াও ছিল হতাশাজনক।
পোস্টে জুমা লেখেন, “যারা পার্থক্য দেখতে বলছেন, নেন—দেখালাম।”