চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী নাইমুল ইসলাম রাফিকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসীদের হামলায় রাফি গুরুতর জখম হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
শিবির সভাপতি জাহিদুল ইসলাম চিকিৎসকদের কাছ থেকে রাফির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন। তিনি বলেন,
“এভাবে মেধাবী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা শিক্ষা পরিবেশকে ধ্বংস করছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠা হোক।”
সমালোচকরা বলছেন, ক্যাম্পাসে অব্যাহত সন্ত্রাসী হামলা শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরছে।