ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়েছে। ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের আর কোনো বাধা থাকছে না।
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশগ্রহণেও আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির।
তিনি বলেন, “এখানে মামলার রুলই চলনশীল নয়। রিট গ্রহণযোগ্য নয়। আদালত বিষয়টি গ্রহণ করেছে। ফলে ফরহাদের প্রার্থিতায় কোনো বাধা নেই।”
এর আগে সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। তবে পরদিন চেম্বার আদালত তা স্থগিত করে আপিল বিভাগে পাঠান। সর্বশেষ আপিল বিভাগই নির্বাচনের পথ সুগম করল।