বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, জামায়াত এখন এমন একটি জোট গঠনের চেষ্টা করছে যেখানে বিএনপি অন্তর্ভুক্ত থাকবে না।
তাহের বলেন, এই নতুন জোটের আওতায় বিএনপির বাইরে থাকা ডানপন্থি, কিছুটা বামপন্থি এবং ইসলামপন্থি রাজনৈতিক শক্তিগুলোকে একত্র করার পরিকল্পনা চলছে। পর্যবেক্ষকদের মতে, এ উদ্যোগ সফল হলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের প্রচলিত দ্বিমেরু (আওয়ামী লীগ–বিএনপি) সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপিকে বাইরে রেখে নতুন জোট গঠনের এ প্রয়াস মূলত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতাকে সামনে রেখে নেওয়া পদক্ষেপ। এতে ইসলামপন্থি ও ডানপন্থি শক্তির ঐক্য আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়কে সরব ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে।
তবে জামায়াতের পক্ষ থেকে জোটে কারা কারা থাকছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে কিছু বলা হয় নি।