জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।