গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে টেকসই সংস্কার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে এক ‘মিট দ্য প্রেস’-এ তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকায় এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে সঠিক তদন্ত নিশ্চিত করে বিচারব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে দুর্নীতিগ্রস্তদের শুধু গ্রেপ্তার নয়, যথাযথ বিচারের আওতায় আনতে হবে।
ভ্যালেরিয়ান আরও জানান, সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর হামলা ও ‘মব ভায়োলেন্স’ উদ্বেগজনক, যা গণতান্ত্রিক পরিবেশ গঠনে বড় বাধা সৃষ্টি করতে পারে।
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কারের ফলে অর্থ পাচার কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। তবে উন্নত বিশ্বে পাচার হওয়া বিপুল অর্থের মাত্র এক শতাংশ ফেরত আসে, যা অত্যন্ত দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে টিআইবি সহযোগিতা অব্যাহত রেখেছে।