৩০০ সংসদীয় আসনের মধ্যে সাতক্ষীরাসহ ৩৭ আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
এর আগে আসন পুনর্বিন্যাসের খসড়া প্রকাশে ৩৯টি আসনে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল ইসি। প্রস্তাবিত আসনগুলোর মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮ এবং বাগেরহাট-২, ৩। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়বে এবং বাগেরহাটে একটি আসন কমবে।
ইসি সচিব আখতার আহমদ জানান, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ কয়েকটি জেলায় খুবই ক্ষুদ্র পর্যায়ের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬ জুলাই বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ৯ সদস্যের কারিগরি কমিটি ৩০০ আসন পর্যালোচনা করে এ পরিবর্তনের সুপারিশ করে।
এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালে ১২ আসনে পরিবর্তন আনা হয়। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে ২৫ আসনে ছোটখাটো পরিবর্তন হয়। দশম নির্বাচনের আগে ২০১৩ সালে ৫০ আসনে পরিবর্তন করা হয়। আর ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে শতাধিক আসনের সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছিল।