পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মাওলানা শাহ মো. নেছারুল হক ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানি। সভাপতিত্ব করবেন ইফার মহাপরিচালক আ. ছালাম খান।
অনুষ্ঠানমালায় থাকবে ১৫ দিনব্যাপী তাফসীর মাহফিল, বাংলাদেশ বেতারের সহযোগিতায় সেমিনার, সিরাত স্মরণিকা প্রকাশ, মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা, কিরাত মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা।
ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।