ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশেই এখন পর্যন্ত অন্তত ১,৪১১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন ৩,১২৪ জন এবং ধসে পড়েছে প্রায় ৫,৪১২টি বাড়ি।
স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হলেও দুর্গম এলাকা, রাস্তা ধস এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সহায়তা পৌঁছাতে বড় ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে জরুরি সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এই দুর্যোগকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।