ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টার জন্য ঢাবির সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ সময় ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথগুলো সাধারণের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আইডি কার্ডের ফটোকপি প্রদর্শন করে প্রবেশের অনুমতি পাবেন। ঢাবি স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী পরিবহন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস) ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
