ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পা রাখল পাকিস্তান। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩১ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল সালমান আঘার দল। আর এই ম্যাচ হেরে বাদ পড়েছে আরব আমিরাত। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান।
গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ফখর জামানের অপরাজিত ৭৭ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে ওপেনার আলিশান শারাফুর ৬৮ রানের ইনিংসের পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করতে পারে আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১৭১/৫ (ফখর ৭৭*, নাওয়াজ ৩৭*, সাহিবজাদা ১৬; হায়দার আলী ২/১৭, রোহিদ ১/২১)
সংযুক্ত আরব আমিরাত : ২০ ওভারে ১৪০/৭ (শারাফু ৬৮, ওয়াসিম ১৯, পারাশার ১৮*; আবরার ৪/৯, শাহীন ১/২৩)
ফল : পাকিস্তান ৩১ রানে জয়ী